header banner

Canada : টেলর সুইফ্টের কনসার্টে নাচছেন ট্রুডো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কানাডার (Canada) অবস্থা এই মুহূর্তে খুবই বিক্ষিপ্ত। নানা কারণে তারা খুবই সংকটে। একদিকে ভারতীয় খালিস্তানপন্থী ও অন্যদিকে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ন্যাটো-বিরোধী পদযাত্রা। ঠিক সেই পরিস্থিতিতে এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,শনিবার রাতে টরোন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফ্টের (Taylor Swift) এই কনসার্ট ছিল। সমস্ত টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল।

{link}

দর্শকাসন ছিল পরিপূর্ণ। তারই মাঝে ছিলেন ট্রুডো (Justin Trudeau)। ডার্ক শার্ট ও জিনস পরে গিয়েছিলেন তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলে নাচছিলেন কানাডার প্রধানমন্ত্রী। স্বাভাবিক কারণেই এই নিয়ে দেশের ভিতরে সমালোচনার ঝড় উঠেছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই অভিযোগ উঠেছে। আর তাতেই নিন্দুকরা হয়েছেন সরব। হিংসার আগুনে জ্বলছে মন্ট্রিয়লের মতো শহর।

{link}

তা নিয়ে যেন ভ্রুক্ষেপই নেই জাস্টিন ট্রুডোর। তিনি ব্যস্ত টেলর সুইফ্টের কনসার্ট নিয়ে। দর্শকদের মাঝে দাঁড়িয়ে দিব্যি নাচছেন। ভার‍ত-কানাডা (India-Canada) দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ টালমাটাল। তা নিয়ে টানাপোড়েন তো চলছেই। এর মধ্যেই আবার মন্ট্রিয়লে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ন্যাটো-বিরোধী পদযাত্রাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্মোক-বোমাও ছুড়তে হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে রাষ্ট্র নেতার এই বিনোদন অনেকেই ভালো চোখে দেখছেন না।

{ads}

News Breaking News Canada Justin Trudeau India-Canada Taylor Swift সংবাদ

Last Updated :