header banner

Donald Trump : ট্রাম্পের পাল্টা চিন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসার আগেই জানিয়েছিলেন যে তিনি আমেরিকার বাণিজ্যনীতিকে ঢেলে সাজাবেন। শুরুও করে দিয়েছেন। দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি।

{link}

জানানো হয়, চিন (China) থেকে আমদানি করা সামগ্রী থেকে ১০ শতাংশ নেবে ট্রাম্প প্রশাসন। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ চিন। তারাও ছেড়ে কথা বলবে না। ডোনাল্ড ট্রাম্পের পালটা দিয়ে এবার নতুন শুল্ক ঘোষণা করল চিন। পাশাপাশি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। প্রকাশ্যেই এই শুল্ক চাপানোর তীব্র নিন্দা করেছিল চিন।

{link}

তারপর তিনদিনের মধ্যে মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করল বেজিং (Beijing)। তবে সমস্ত পণ্যে কার্যকর হবে না এই শুল্ক। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ কর বসানো হয়েছে। তেল এবং কৃষির সরঞ্জামের উপর থাকবে ১০ শতাংশ শুল্ক। বিশ্বের অন্যতম দুটি বাণিজ্যিক দেশের এই রেষারেষিতে ক্ষতি হবে সাধারণ মানুষের।

{ads}

News Breaking News Donald Trump USA China সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article