header banner

Donald Trump : শুরু হয়েছে ট্রাম্পের নতুন দাদাগিরি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কোন দেশ কোন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলবে তা নির্ভর করবে সেই দেশের বাণিজ্য নীতির উপর। সেই ব্যাপারেও এখন দাদাগিরি শুরু করেছে ট্রাম্প (Donald Trump)। সোমবার বিবৃতি দিয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যে দেশ ভেনেজুয়েলা (Venezuela) থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা।

{link}

আগামী ২ এপ্রিল থেকে চালু হবে এই নিয়ম। ভেনেজুয়েলার সঙ্গে যারাই বাণিজ্য করবে, তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে এলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। প্রসঙ্গত, ভেনেজুয়েলার থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কেনে ভারত ও চিন। ফলে এই সিদ্ধান্ত আসলে ঘুরিয়ে ভারতের উপর ট্রাম্পের খাঁড়ার ঘা বলে মনে করছে কূটনৈতিক মহল। এভাবে ট্রাম্পের দাদাগিরি বেশি ভালো চোখে দেখছে না ভারত। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।

{link}

তাঁর রোষানল থেকে রেহাই পায়নি, প্রতিবেশী মেক্সিকো, কানাডা, চিন এমনকী ভারতও। এরইমাঝে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকার শান্তিভঙ্গ করতে একদল ভেনেজুয়েলা ইচ্ছাকৃতভাবে একদল দুষ্কৃতী পাঠিয়েছে আমেরিকাতে। এই অভিযোগ নিয়ে ডামাডোলের মাঝেই সোমবার এই দেশের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর দ্বিতীয় শ্রেণির শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার উপর আগে থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।

{ads}

News Breaking News Donald Trump Venezuela সংবাদ

Last Updated :