header banner

Nasa : ট্রাম্পের সংস্কারেই নাসায় ছাঁটাই ঝড়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) তাঁর সংস্কার নীতিতে অবিচল। দেশের বিভিন্ন বিভাগের পরে এবার কর্মী ছাটাই করতে চলেছে নাসায় (Nasa)। শুক্রবার নাসার এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন। বর্তমানে নাসার কর্মী সংখ্যা ১৮ হাজার। গণছাঁটাইয়ের পর তা কমে হবে ১৪ হাজার। নাসার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী দিনে আমাদের একাধিক মিশন রয়েছে।

{link}

অভিযান রয়েছে চাঁদ এবং মঙ্গলেও। ফলে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে।’ ওয়াকিবহাল মহলের মতে, এই বিপুল পরিমাণ কর্মীছাঁটাইের ফলে আগামী দিনে নাসাকেই সমস্যায় পড়তে হতে পারে। কারণ, অনেক সুদক্ষ কর্মী, ইঞ্জিনিয়র এবং বিজ্ঞানী সংস্থার হাতছাড়া হবে। আগে ২০২৫ সালের জুন মাসে প্রায় ৮৭০ জন কর্মীকে ছাঁটাই করেছিল নাসা।

{link}

উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের প্রথম লক্ষ্য ছিল সরকারের ব্যয় সংকোচ। সেই লক্ষ্যে একাধিক দপ্তর থেকে বহু কর্মীকে ছাঁটাই করে ট্রাম্প সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। এরপর ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় নিম্ন আদালত। ছাঁটাইয়ের উপর দেওয়া হয় স্থগিতাদেশ। সাম্প্রতিক সময়ে নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। যার ফলে ছাঁটাইয়ের পথে আর কোনও বাধা নেই।

{ads}

 

News Breaking News Donald Trump Nasa সংবাদ

Last Updated :