শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার কি ইউক্রেন ও রাশিয়ার (Ukraine and Russia) যুদ্ধ বন্ধ হতে চলেছে? সবার সামনে একটাই প্রশ্ন। ইতিমধ্যে ট্রাম্প (Donald Trump) ও পুতিন (Vladimir Putin) বৈঠক শেষ। দুজনেরই হাসিমুখ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে সময় শুরু হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন জো বাইডেন (Joe Biden)। ট্রাম্প বারবার বলেছেন, তিনি পদে থাকলে যুদ্ধটা হতে দিতেন না।
{link}
আলাস্কায় (Alaska) ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, “আমি সেই সময় বাইডেনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, যাতে পরিস্থিতি এমন দিকে না যায় যে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়।” পুতিন আরও বলেন, “আমি তখন বলেছিলাম, পরিস্থিতি যেন এমন দিকে না গড়ায় যাতে আর ফেরার রাস্তা না থাকে।”বৈঠকের পর পুতিন স্পষ্টই বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকলে যুদ্ধটাই হত না। তাঁর বক্তব্য, ট্রাম্পের সঙ্গে তাঁর এক বিশ্বাসযোগ্যতার সম্পর্ক রয়েছে।
{link}
ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কথা উল্লেখ করে পুতিন এদিন বলেন, আগে সমস্যা থাকলেও, তা আপাতত মেটানোর সময় এসে গিয়েছে। পুতিন জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে সমঝোতা হয়েছে, তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি তাঁরা। দুজনেই বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের বৈঠক কার্যকর হয়েছে। ২০২২ সালে যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তাহলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটাই হত না। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, ট্রাম্প ক্ষমতায় থাকলে দ্বন্দ্বটা শুরু হত না।
{ads}