শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আমেরিকা ও রাশিয়ার চিরন্তন শত্রুতার দিন কি শেষ হতে চলেছে? এই প্রশ্ন ওঠার কারণ, ইতিমধ্যে ট্রাম্প (Donald Trump) এক বিবৃতে বলেছেন, তিনি পুতিনের (Vladimir Putin) সঙ্গে আলোচনায় বসতে চান। পুতিন তাতে রাজিও হয়েছেন। আবার কিছু দিন আগে পুতিন ট্রাম্পের যথেষ্ট প্রশংসা করেছিলেন। আবার পুতিনের মুখে শোনা গেলো ট্রাম্প নিয়ে উদ্বেগ।
{link}
কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের প্রশংসা করেন পুতিন। এমনকী, ভাবী মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল পুতিনকে। গত জুলাইতে আমেরিকার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে আততায়ীর গুলিতে জখম হন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনাপ্রবাহ উল্লেখ করে এদিন পুতিন বলেন, "আমি মনে করি ট্রাম্প নিরাপদ নন।" তিনি মনে করেন, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়া দরকার।
{link}
আরও এক পা এগিয়ে আমেরিকার আভ্যন্তরিন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "ট্রাম্পকে পরাজিত করতে সম্পূর্ণ অসৎ উপায় নেওয়া হয়েছিল। এমনকী তাঁকে মারার চেষ্টাও করা হয়েছিল। একবার নয়, একাধিকবার সেই চেষ্টা চলেছে। আমার মতে, উনি এখন নিরাপদ নন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম অনেক ঘটনাই ঘটেছে। তবে ট্রাম্প বুদ্ধিমান।" নির্বাচনী প্রচারে ট্রাম্পের পরিবার ও শিশুদের নিয়ে যেভাবে বিরোধীরা আক্রমণ করেছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
{ads}