শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই। আমেরিকা রাশিয়া চির শত্রুতা ভুলে এবার দুই বন্ধু হয়ে উঠেছে। জো বাইডেন (Joe Biden) প্রেসিডেন্ট থাকাকালীন ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য করেছে। আর ট্রাম্প (Donald Trump) একদম ১৮০ ডিগ্রি ঘুরে এখন পুতিনের বন্ধু। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের যে জমি রাশিয়া দখল করেছে, তা আমেরিকার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার।
{link}
পুতিনের এহেন বার্তায় ইউক্রেন বেশ বুঝতে পারছে তলে তলে বিরাট ‘খেলা’ হয়ে গিয়েছে। দুই শক্তিধরের ফাঁদে পড়ে জেলেনস্কির (Volodymyr Zelenskyy) এখন ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ দশা। আমেরিকা জানিয়ে দিয়েছেন, এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যেতে যে পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে তা সুদে আসলে ফেরত পেতে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ আমেরিকাকে দিতে হবে। ওয়াশিংটনের এই প্রস্তাবে ইউক্রেন (Ukraine) গররাজি হওয়ায় রীতিমতো ক্রুদ্ধ ট্রাম্প।
{link}
ইউক্রেনের শাসক জেলেনস্কিকে ‘অপদার্থ’, ‘একনায়ক’ বলেও তোপ দাগতে ছাড়েননি তিনি। এদিকে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান ও রাশিয়ার দখলে থাকা জমি ফেরত পেতে রাষ্ট্রসংঘে ইউক্রেনের পেশ করা প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে রাশিয়াকে সমর্থন করেছে আমেরিকা। ফলে ইউক্রেনের সামনে এখন এক কঠিন পরিস্থিতি। ওদিকে ইউক্রেনের মাটির তলায় সঞ্চিত তেলের দিকেও তীব্র লোভ ট্রাম্পের।
{ads}