header banner

Donald Trump : পুতিন-জেলেনস্কি বৈঠকে সেতুবন্ধন ট্রাম্প!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে রাশিয়া ও ইউক্রেন (Russia and Ukraine) যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর যদি তা সম্ভব হয়, তাহলে ট্রাম্পকে(Donald Trump) ধন্যবাদ দিতেই হবে। দীর্ঘ তিন বছরেরও বেশি সময়ের পর বৈঠকে বসছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)! এবং সেই বৈঠকের আয়োজন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

{link}

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ইতিমধ্যেই তিনি পুতিনকে ফোন করেছেন। কোথায় শান্তি বৈঠক হতে পারে সেই নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। ট্রাম্প জানান, পুতিন-জেলেনস্কি বৈঠকে হাজির থাকবেন তিনি নিজেও।ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার হোয়াইট হাউসে যান জেলেনস্কি। সঙ্গে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত সাড়ে ১০টার পর ওই বৈঠক শুরু হয় বলে খবর। ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।

{link}

বৈঠক শেষে ট্রুথ সোশালে দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখন, ‘ওভাল অফিসের বৈঠক অত্যন্ত সফল হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইউক্রেনের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। মার্কিন সহযোগিতায় ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করবে ইউরোপীয় দেশগুলি।’ ট্রাম্প আরও জানান, রাশিয়া-ইউক্রেনে শান্তি ফেরাতে এবার দুই দেশের প্রধানকে নিয়ে বৈঠকের চেষ্টা করছেন তিনি। প্রথমে আলোচনা হবে পুতিন এবং জেলেনস্কির মধ্যে। তারপর দুই রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকে বসবেন ট্রাম্প নিজেই।

{ads}

 

News Breaking News Russia and Ukraine Donald Trump Volodymyr Zelenskyy সংবাদ

Last Updated :