শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিশ্বকে যুদ্ধহীন করার জন্য প্রথম থেকেই সচেষ্ট ট্রাম্প। ছোট ও বড়ো অনেক যুদ্ধকেই বন্ধ করার চেষ্টা তিনি করেছেন। এবার বললেন,: "দীর্ঘ সময়- ৩৫ বছর। ওরা লড়ছিল। এখন ওরা বন্ধু। আর পরবর্তী দীর্ঘ সময় বন্ধুই থাকবে।” হোয়াইট হাউসে আর্মেনিয়া (Armenia) ও আজারবাইজানের (Azerbaijan) শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
{link}
দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাঁদের হাতদু’টিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ বর্ষীয়ান নেতাকে। পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ (Ilham Aliyev) ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ানও (Nikol Pashinyan) উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের। এদিন ট্রাম্প জানিয়েছেন, দুই দেশই তাঁর কাছে কথা দিয়েছে তারা আর যুদ্ধে জড়াবে না। একে অপরের ভৌগলিক সীমানাকে সম্মান করবে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও নতুন করে শুরু করবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই আলাদা চুক্তি করেছে আমেরিকা। শক্তি, বাণিজ্য থেকে প্রযুক্তি যার ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে- এমনই নানা বিষয়ে চুক্তি হয়েছে।
{link}
তবে চুক্তি সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। এর আগে শুক্রবারই এক্স হ্যান্ডলে পোস্ট করে সকলকে সুখবর দেন ট্রাম্প। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা যায়, ‘এই দুই দেশ (আর্মেনিয়া- আজারবাইজান) বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত। যার জেরে হাজার হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেছেন কিন্তু কেউই এখনও সফল হননি। অবশেষে আমরা সফল হলাম, এর জন্য ‘ট্রাম্প’কে ধন্যবাদ।’
{ads}