header banner

Harvard University : ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হার্ভার্ড বামপন্থীদে আড্ডা। ওখানে পড়াশুনা হয় না - এই অজুহাতে ২০০ কোটি টাকার অনুদান বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University)। দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

{link}

আরও বেশ কিছু নিষেধাজ্ঞা চাপানো হতে পারে, এমনটাও শোনা যাচ্ছিল। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের একাধিক দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ। সোমবার বস্টনের ফেডেরাল আদালতে মামলা দায়ের করে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, ‘সরকারের বেআইনি দাবি মানতে চায়নি হার্ভার্ড। তাই সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে। সেই কারণেই মামলা দায়ের করা হয়েছে সরকারের বিরুদ্ধে। কারণ এভাবে অনুদান বন্ধ করা বেআইনি। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারও নেই।’ 

{link}

জানা গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, শক্তির মতো একাধিক দপ্তরের নাম রয়েছে হার্ভার্ডের আবেদনে। গারবারের সাফ কথা, সরকারের চাপের মুখে কোনওমতেই নতিস্বীকার করবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়– সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশ দফা নির্দেশনামা পাঠানো হয়। যা পত্রপাঠ খারিজ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সরকারি হস্তক্ষেপ তারা মানতে নারাজ। তারপরেই বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

{ads}

News Breaking News Harvard University Donald Trump সংবাদ

Last Updated :