header banner

Donald Trump : শাহবাজ-আসিম মুনিরকে আলোচনায় ডাক ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত মঙ্গলবারই মার্কিন ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন মহড়া হয়েছে। এবার খবরে প্রকাশ, এই মাসেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছে পাকিস্তানের প্রেসিডেন্ট (Asif Ali Zardari)। স্বাভাবিক কারণেই এই দুই দেশের এই নৈকট্য ভারতকে (India) চিন্তায় ফেলেছে। বিশ্লেষকদের মতে, বাণিজ্য জট কাটাতে ভারতের উপর চাপ বাড়াতে এই কৌশল নিয়েছে ট্রাম্প (Donald Trump) প্রশাসন। জানা গিয়েছে, আগামি সপ্তাহে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের (Asim Munir) সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

{link}

রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকেই ২৫ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বন্যা থেকে শুরু করে কাতারের উপর ইজরায়েলি হামলা-সহ বিভিন্ন বিষয়ে আলচনার সম্ভাবনা রয়েছে দুই পক্ষের মধ্যে। এই উচ্চপর্যায়ের আলোচনায় নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সমস্যার সমাধানের সুযোগ খোঁজা হবে বলেও মনে করা হচ্ছে। যদিও, ইন্টার-সার্ভিসেস জনসংযোগ দপ্তর অথবা ওয়াশিংটনের পাক দূতাবাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সফর সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

{link}

তবে আসিম মুনিরের পরপর দুটি ওয়াশিংটন সফরের পর এই খবর জানা গিয়েছে। অপারেশন সিঁদুরের পরে দুই দেশের সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। যদিও সেই দাবি নস্যাৎ করে দেয় ভারত। অন্যদিকে, শুল্ক যুদ্ধের মুখে দুরত্ব তৈরি হয় ওয়াশিংটন এবং নয়াদিল্লির। তিয়ানজিনে এসসিও বৈঠকের মঞ্চে ভারত-রাশিয়া-চিনের বন্ধুত্বের ছবি যে ট্রাম্পের উপরে চাপ তৈরি করেছে তা পরিস্কার করে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে বারবার বৈঠক। ভারতের বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় পাক বাজারের দিকে হাত বাড়িয়েছেন ট্রাম্প।

{ads}

 

News Breaking News Asif Ali Zardari Donald Trump Shehbaz Sharif Asim Munir সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article