header banner

Donald Trump : লিঙ্গ পরিবর্তনের বিপক্ষে ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট হওয়ার পরেই কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় লিঙ্গ পরিবর্তনকারীদের নিয়ে। এবার তিনি আরও কিছুটা এগিয়ে বললেন - লিঙ্গ পরিবর্তন করা আসলে প্রকৃতির বিরুদ্ধতা। তাই তাতে তাঁর আপত্তি আছে। জানুয়ারি মাসে সেনাবাহিনী থেকে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের তাড়িয়ে দিয়েছেন।

{link}

পাশাপাশি প্রতিযোগীতামূলক খেলা থেকেও রূপান্তরকামী ও রূপান্তরিতদের বাদ দিতে উদ্যত ট্রাম্প। এবার আরও এক ধাপ এগিয়ে লিঙ্গ পরিবর্তন করাকেই নিষিদ্ধ করতে চান তিনি। পাকাপাকিভাবে আমেরিকায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করতে চান তিনি। পাশাপাশি শিশুদের লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে শাস্তিমূলক কড়া পদক্ষেপের কথাও বলেন তিনি। ট্রাম্প সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছেন। তিনি মনে করেন লিঙ্গ পরিবর্তন (Gender change) সমাজে খারাপ প্রভাব ফেলছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সমাজ সংস্কারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সেনাবাহিনীতে পুরুষ ও নারীরা যোগ দিতে পারলেও, রূপান্তরকামীরা যোগ দিতে পারবেন না বলেই ঘোষণা করেছেন।

{link}

যারা সেনাবাহিনীতে কাজ করেন, তারাও লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না। পাশাপাশি প্রতিযোগীতামূলক খেলা থেকেও রূপান্তরকামী ও রূপান্তরিতদের বাদ দিতে উদ্যত ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প সাফ জানান, আমেরিকায় কেবল দুটি লিঙ্গই স্বীকৃতি পাবে। তিনি বলেন, “আমি চাই কংগ্রেস শিশুদের লিঙ্গ পরিবর্তন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং তা শাস্তিমূলক অপরাধ হিসাবে বিল পাশ করুক।" তিনি আরও বলেন, "আমেরিকার শিশুদের জন্য আমাদের বার্তা হল, ঈশ্বর তোমাদের যেভাবে বানিয়েছে, তোমরা সেভাবেই একদম ঠিক আছো।”

{ads}

News Breaking News Donald Trump Gender change সংবাদ

Last Updated :