শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এবার ট্রাম্পের (Donald Trump) মধ্যেস্থতায় পুতিন ও জেলেনস্কি (Putin and Zelensky) আলোচনায় বসতে চলেছেন। এবার জানা গেল, ৩ বছর ধরে চলতে থাকা যুদ্ধের অবসান ঘটাতে এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন পুতিন ও জেলেনস্কি। শোনা যাচ্ছে, আগামী ২২ আগস্ট হতে চলেছে এই বৈঠক। যেখানে রেফারির ভূমিকা পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট।
{link}
আমেরিকার ‘অ্যাক্সিওস’ ওয়েব পোর্টালের খবর উদ্ধৃত করে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম ‘তাস’ এই ত্রিপাক্ষিক বৈঠকের তথ্য প্রকাশ্যে এনেছে। যেখানে দাবি করা হয়েছে, আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। সেখানে রাশিয়ার প্রস্তাব জানানো হয় জানানো হয় জেলেনস্কিকে। এছাড়া ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদেরও ফোন করে বিস্তারিত তথ্য দেওয়া হয়। সেখানেই পুতিন জানান, আগামী ২২ আগস্ট অর্থাৎ শুক্রবার পুতিন ও জেলেনস্কিকে নিয়ে তিনি একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চাইছেন।
{link}
যদিও সেই বৈঠক কবে কখন ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে আনা সম্ভব হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। উল্লেখ্য, গত শুক্রবার পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হলেও তাতে খুব বিশেষ আশার আলো দেখা যায়নি। বৈঠক শেষে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে জানান, রাশিয়ার প্রেসিডেন্ট শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। সেক্ষেত্রে ইউক্রেন যদি পূর্ব দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে তবেই রাশিয়া অন্যান্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। কিন্তু সেই প্রস্তাবে রাজি চজিল না ইউক্রেন। এখন দেখার ভবিষ্যত কোন দিকে যায়।
{ads}