header banner

Donald Trump : এক ঢিলে দুই পাখি মারছে ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দুদিন আগেই ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন গোল্ড কার্ডের কথা। সেখানে মূল কথা ছিল অভিবাসীরা আমেরিকায় থাকতে হলে টাকা ফেলতে হবে। এবার কিছুটা ঘুর পথে ভারতীয় মেধাকে নিজের দেশের জন্য কিনে নিতে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বললেন, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই গোল্ড কার্ড কিনে ভারতীয় পড়ুয়াদের দেশে রাখতে পারে।

{link}

বুধবার প্রথম পূর্ণাঙ্গ ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার কাছে অনেক ফোন আসে, বিভিন্ন কোম্পানি থেকে বলা হয় তারা সেরা পড়ুয়াকে কাজে নিতে চায়। ভারত, চিন, জাপানের মতো বহু দেশ থেকে পড়ুয়ারা এসে হার্ভার্ড, ওয়ারটন স্কুল অব ফিন্যান্স, ইয়েলের মতো ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় এবং প্রথম স্থান অধিকার করে স্নাতক হয়। তাদের কাছে প্রচুর চাকরির অফার আসে। কিন্তু সেই আমেরিকান ফার্মগুলি দারুণ সব প্রতিভাদের নিয়োগ করতে পারে না শুধুমাত্র পড়ুয়াদের ইমিগ্রেসন স্টেটাসের জন্য। আমি চাই ওই ব্যক্তি দেশে থাকুক।

{link}

বড় বড় কোম্পানি গোল্ড কার্ড (Gold Card) কিনুক, সেই কার্ড ব্যবহার করে নিয়োগ করুন।” স্বাভাবিক কারণেই বোঝা যাচ্ছে বিভিন্ন কম্পানির মাধ্যমে তিনি পড়ুয়াদের দেশে রেখে দেশের সম্পদ বিকাশে কাজে লাগাবেন। ট্রাম্প আরও জানান, দেশের ঘাড়ে বিস্তর ঋণের বোঝা রয়েছে। তা কমাতে এই গোল্ড কার্ড অপরিহার্য। একইসঙ্গে তিনি দক্ষ কর্মী বা ধনী ব্যক্তিদেরও দেশে স্বাগত জানাবেন টাকার বিনিময়ে। গতকালই তিনি দাবি করেন, নাগরিকত্বের এই কার্ড শুরুতেই ১ মিলিয়ন বিক্রি হয়ে যাবে। এভাবেই এক ঢিলে দুই পাখি মেরে দেশের উন্নতি ঘটাতে চাইছেন ট্রাম্প।

{ads}

News Breaking News Donald Trump Gold Card সংবাদ

Last Updated :