header banner

Donald Trump : বদল নয়, বদলার পথে ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। এবার শুধুই বদল নয়, বদলা নেওয়ার রাস্তায় ট্রাম্প (Donald Trump)। ক্ষমতায় ফিরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) বিশেষ ছাড়পত্র কেড়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার কোপ পড়ল কমলা হ্যারিস (Kamala Harris) ও হিলারি ক্লিনটনের (Hillary Clinton) ঘাড়ে।

{link}

তাঁদেরও এই বিশেষ ছাড়পত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে বাইডেনের মতো তাঁরাও এবার থেকে আর দেশের কোনও গোপন নথি হাতে পাবেন না। বাইডেনের আশঙ্কা ছিল, ক্ষমতায় ফিরলে বদল নয়, বদলার পথেই হাঁটবেন ট্রাম্প। যা সত্যি হল। জানা গিয়েছে, শুক্রবার ট্রাম্প রীতিমত দীর্ঘ তালিকা তৈরি করেছেন। সেখানে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেছেন, "আমি সমস্ত দপ্তর ও বিভিন্ন গোয়েন্দা আর নিরাপত্তা সংস্থার আধিকারিকদের নির্দেশ দিচ্ছি।

{link}

তালিকায় থাকা ব্যক্তিদের বিশেষ ছাড়পত্র যেন প্রত্যাহার করা হয়। ওঁরা কেউ যেন এবার থেকে সরকার কিংবা দেশের কোনও গুরুত্বপূর্ণ তথ্য জানতে না পারে।” মার্কিন প্রেসিডেন্টের তৈরি করা তালিকায় প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছাড়াও নাম রয়েছে প্রাক্তন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান-সহ মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যের।

{ads}

News Breaking News Donald Trump সংবাদ

Last Updated :