শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির স্বার্থে ভারতকে (India) কিছুটা ঝুঁকতে হয়েছে রাশিয়ার (Russia) দিকে। আর তাতেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। 'রুশ প্রেমের বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে। ধ্বংস করে দেওয়া হবে ভারতের অর্থনীতি।’ কড়া সুরে এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham)। তাঁর হুঁশিয়ারি রাশিয়া থেকে যারা তেল কিনছে, সেই ভারত-সহ বাকি দেশগুলির উপর শীঘ্রই বিরাট অঙ্কের শুল্ক চাপাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
{link}
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্রাহাম বলেন, ”ট্রাম্প সেই দেশগুলির উপর বিরাট পরিমাণ শুল্ক চাপাতে চলেছেন যারা রাশিয়ার থেকে তেল কিনছে।”এই বিষয়ে সরাসরি ভারত, চিন ও ব্রাজিলের নাম নেন তিনি। তাঁর কথায়, “রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল কিনে তাদের লাগাতার অর্থের যোগান দেওয়ার শাস্তি স্বরূপ এদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।
{link}
তোমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ করে দেওয়া হবে যে কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ তোমরা যেটা করছ সেটাকে ব্লাড মানি বলে। সময় এসেছে কাউকে বেছে নেওয়ার। ভারত, চিন ও ব্রাজিল আমেরিকার অর্থনীতিকে বেছে নেবে নাকি পুতিনকে সাহায্য করে যাবে। আমার মনে হয় ওরা মার্কিন অর্থনীতিকেই বেছে নেবে।”
{ads}