header banner

Donald Trump : বাণিজ্যে সুর নরম করলেন ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত (India) রাশিয়া থেকে বেশি তেল কেন কেনে? এই অভিযোগে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে খুশির হাসি হেসেছিলেন ট্রাম্প (Donald Trump)। পরে ভারত, চিন ও রাশিয়া একসঙ্গে মিটিং করায় বাণিজ্য নিয়ে যথেষ্ট শঙ্কিত ট্রাম্প। তাই এবার তিনি নরম হয়েছেন। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা (US)।

{link}

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Modi) ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করে নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বাড়ে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদী।

{link}

সেইসময় মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ‘ভেরি টাফ নেগোশিয়েটর’ (দর কষাকষিতে কড়া)। দুই দেশের কূটনৈতিক চাপানউতোর বাড়ার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে এবার সুর নরম করলেন ট্রাম্প। এদিন নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ তিনি লেখেন, “দুই দেশের বাণিজ্যের বাধাগুলি কাটিয়ে উঠতে ভারত ও আমেরিকা আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে মুখিয়ে রয়েছি।” তিনি নিশ্চিত যে ‘সফল সিদ্ধান্তে’ পৌঁছতে দুই দেশের কোনও অসুবিধা হবে না।

{ads}

 

News Breaking News Modi Donald Trump সংবাদ

Last Updated :