header banner

Donald Trump : ভারতীয়দের তাড়াতে শুরু করলেন ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্পের (Donald Trump) শপথ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলে এসেছিলেন আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের ভারত ফিরিয়ে আনবে। কিন্তু সেই সুযোগ ভারতকে দিল না আমেরিকা। মঙ্গলবার থেকেই বহু অভিবাসীকে ভারতের উদ্দেশ্যে বিমানে তুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় অভিবাসীদের (Indian immigrants) নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান।

{link}

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক আধিকারিক জানান, অভিবাসীদের ফেরাতে এখনও পর্যন্ত আমেরিকা যতগুলি বিমান পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে দূরে ভারত। উল্লেখ্য, এল পাসো, টেক্সাস, সান দিয়েগো এবং ক্যালিফোর্নিয়া থেকে ছাড়ছে অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমানগুলি। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। তবে ভারত যে ক্ষুব্ধ তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শয়ে শয়ে অভিবাসী সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এখনও পর্যন্ত ছটি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের। লাতিন আমেরিকার দেশগুলিতেই মূলত অভিবাসীদের ফেরানো হয়েছে।

{link}

প্রথমে অভিবাসী বোঝাই বিমান গ্রহণ করতে চায়নি কলম্বিয়া। পরে ট্রাম্পের ‘হুমকি’র মুখে পড়ে পিছু হটতে হয়েছে তাদের। উল্লেখ্য, গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই তিনি বলেন, “অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।” সূত্রের খবর, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এবার তাঁদের আমেরিকা থেকে ‘বিতাড়িত’ করার প্রক্রিয়াও শুরু হয়েছে, খবর রয়টার্স সূত্রে।

{ads}

News Breaking News USA Donald Trump India Indian immigrants সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article