header banner

Donald Trump : ফের নিজেকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বার বার করে দাবি করে আসছে, তার হুমকিতেই ভারত-পাক যুদ্ধ বন্ধ হয়েছে। যদিও তা অস্বীকার করেছে ভারত ও পাকিস্তান দুই দেশই। এই পরিস্থিতিতে প্রাক্তন মার্কিন আমলা উপহাস করলেন ট্রাম্পের এই দাবীকে। আমেরিকার মধ্যস্থতাতেই নাকি ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে। কম করে ৭ বার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে এবার তাঁকে কটাক্ষ করলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন (John Bolton)।

{link}

তাঁর কথায়, “ট্রাম্প তো ট্রাম্পই। তিনি সব কিছুরই কৃতিত্ব নিতে চান।” পহেলগাঁও হামলার বদলা নিতে ৬ মে মাঝরাতে জঙ্গিদের ‘আঁতুড়ঘর’ পাকিস্তানে আঘাত হানে ভারতীয় সেনার অপারেশন। গুঁড়িয়ে দেওয়া হয় কেও পালটা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। তাদের ড্রোন হামলা প্রতিহত করে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তান। তারপর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি। ১০ মে সম্মতি জানানো হয় সংঘর্ষবিরতির। ওইদিনই ট্রাম্প নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন, ‘আমেরিকার সঙ্গে দীর্ঘ কথা বলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যেতে রাজি হয়েছে।

{link}

পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে।’ ফের একই রেকর্ড বাজিয়ে কয়েকদিন পর তিনি বলেন, “আমার সরকারই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছে। যা হয়েছে তার জন্য আমরা খুব খুশি।" ট্রাম্পের এহেন দাবি নাকচ গত সপ্তাহে সংসদীয় কমিটিতে বিদেশসচিব বিক্রম মিসরি সাফ জানিয়ে দেন, “ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে কূটনৈতিক আলোচনার মধ্যে। এখানে কোনও তৃতীয়পক্ষ হস্তক্ষেপ করেনি। সংঘর্ষবিরতিতে আমেরিকারও কোনও দিক দিয়ে কোনও ভূমিকা ছিল না।”

{ads}

News Breaking News Donald Trump John Bolton সংবাদ

Last Updated :