header banner

Donald Trump : মাস্ককে আমেরিকা ছাড়ার হুমকি ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) ও মাস্কের রসায়ন চলছিল কখনো নরমে কখনো গরমে। কিন্তু এবার প্রবল ক্ষুব্ধ ট্রাম্প। বেশি বাড়াবাড়ি করলে টেসলা কর্তা এলন মাস্ককে (Elon Musk) আমেরিকা থেকে পাততাড়ি গোটাতে হবে। তল্পিতল্পা গুটিয়ে ফিরে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। মাস্কের সঙ্গে সংঘাতের মাঝেই এবার কড়া সুরে এমনই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

{link}

স্পষ্ট জানিয়ে দিলেন, মাস্কের সংস্থার সমস্ত ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে। যে বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী এলন মাস্ক। গত সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় এই বিল। এর পরই সুর চড়িয়ে টেসলা কর্তা জানান, এই বিল পাশ হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি। 

{link}

তাঁর কথায়, ‘এই বিল পাশ হওয়ার পর দিনই ‘আমেরিকা পার্টি’ তৈরি হবে। যাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকাবনের বাইরে দেশের মানুষ বিকল্প দলের মাধ্যমে তাঁদের কণ্ঠস্বর খুঁজে পান।’ মাস্কের এই হুমকির পরই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় জানান, মাস্ক আমেরিকায় ব্যবসা করতে যত পরিমাণ ভর্তুকি পেয়েছেন তা অতীতে কেউ পাননি।এই ভর্তুকি না পেলে মাস্ককে এখানকার ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। প্রসঙ্গত, মার্কিন নাগরিক হলেও এলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়।

{ads}

News Breaking news Donald Trump Elon Musk সংবাদ

Last Updated :