header banner

Russia: ট্রাম্প পুতিনকে আর যুদ্ধ না বাড়ানোর অনুরোধ করেন

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রুশ প্রসিডেন পুতিকে। এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, ট্রাম্প পুতিনকে আর যুদ্ধ না বাড়ানোর অনুরোধ করেন। সূত্র জানাচ্ছে, ট্রাম্পকে পুতিন জানিয়েছেন, যুদ্ধ আর বাড়বে না।

{link}

সূত্রের খবর, ফোনে পুতিনকে ইউক্রেনে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লোগো রিসর্ট থেকে ফোন করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়ে আসার বার্তা দেন ট্রাম্প। পাশাপাশি বিশ্বশান্তি (Peace) অর্জনের লক্ষ্য নিয়েও আলোচনা হয় দুজনের। যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে ৮০০ মাইলের বাফার জোন তৈরি করা হতে পারে সূত্রের খবর।

{link}

যুদ্ধ আটকাতে এমনই কৌশল প্রণয়ন করতে পারেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। বাফার জোনে টহলদারির জন্যে আমেরিকা কোনও সেনাবাহিনী পাঠাবে না বলেও খবর সূত্রের। এই প্রতিশ্রুতিতে খুশি পুতিন। এখন সারা বিশ্ব তাকিয়ে আছে ওই দুই রাষ্ট্রনেতার কাজের দিকে।

{ads}

news breaking news USA Russia Donald Tramp Putin war সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article