header banner

Donald Trump : কোয়াড সম্মেলন থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আগে আসার কথা থাকলেও শনিবার জানা যায় ট্রাম্প (Donald Trump) কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না। ভারত, চিন, রাশিয়া নতুন রসায়নের পরে ট্রাম্প ইচ্ছা করে দূরত্ব বাড়াচ্ছে। শনিবার ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যদিও নয়াদিল্লি কিংবা ওয়াশিংটনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াই জানানো হয়নি।

{link}

ওই মার্কিন সংবাদমাধ্যমের ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনর‍্যাভেল্ড’ শীর্ষ প্রতিবেদনে পরিষ্কার দাবি করা হয়েছে, বছরশেষে ট্রাম্পের ভারতে (India) আসার কথা থাকলেও তিনি সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন। এর পিছনে অবশ্যই রয়েছে এই মুহূর্তে বহুলচর্চিত ট্রাম্প-মোদি সম্পর্কের ফাটল। 

{link}

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার ভারত-পাকিস্তান যুদ্ধের ‘সমাধান’ করার দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরক্ত করে তুলেছিল। এবং এটা কেবলই সূত্রপাত।’ প্রতিবদনে আরও দাবি করা হয়েছে, গত ১৭ জুন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একবার দীর্ঘ কথোপকথনের পর আর ফোন রিসিভ করেননি মোদি। এর পর থেকে দুই দেশের সম্পর্কে বেশকিছু টানাপোড়েন তৈরি হয়েছে। ৫০ শতাংশ শুল্কের কোপ পড়েছে ভারতের উপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ঘুরপথে ভারতকে দায়ী করেছেন ট্রাম্প। সব মিলিয়ে ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে দু’জনের সম্পর্ক।

{ads}

 

News Breaking News Donald Trump সংবাদ

Last Updated :