header banner

India-US : ট্রাম্পের দাদাগিরি বজায়, এবার লক্ষ্য ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকার (US) দাদাগিরির এখনও অব্যাহত। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই অতিরিক্ত শুল্ক নীতির বিরোধিতা তার দল করলেও ট্রাম্প সেই পথ থেকে সরছে না। এবার আবার নতুন করে ভারতের উপর শত্রুতা শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত ট্যারিফ জট কাটছে না, ততক্ষণ ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক দর কষাকষি হবে না। সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারকের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তাঁর এই নতুন বক্তব্য।

{link}

ওভাল অফিসে সাংবাদিকদর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। সেখানেই প্রশ্ন আসে, ভারতের উপরে ৫০ শতাংশ চাপানোর পর কবে থেকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে? ট্রাম্প সাফ জানান, যতক্ষণ পর্যন্ত এই ট্যারিফ জট না কাটছে, ততক্ষণ পর্যন্ত নয়। স্বাভাবিক কারণেই বোঝা যাচ্ছে, এবার ভারত ছেড়ে  ট্রাম্প পাকিস্তানের (Pakistan) হাত ধরতে চলেছে। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টিই উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন। তবে চুপ করে নেই ভারতও।

{link}

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনও কৃষক, পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।” এই প্রথম নরেন্দ্র মোদী স্পষ্ট করে উত্তর দিলেন। মোদী বুঝিয়ে দিয়েছেন কোনোভাবেই ভারত আর আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এখন দেখার এবার ট্রাম্প নতুন কোনো কথা বলেন কিনা!

{ads}

 

News Breaking News Donald Trump India-US Modi সংবাদ

Last Updated :