header banner

Balochistan : বালোচিস্তানে জোড়া হামলায় নিহত ২৬

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের (Pakistan) পক্ষে বালুচিস্তান (Balochistan) আর কতদিন ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে সকলেই সন্দীগ্ধ। বালোচ বিদ্রোহীরা তাদের ঝাঁজ বাড়িয়ে চলেছে। মঙ্গলবার সকালে সেনা শিবিরে হামলার পর রাতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন আরও ৩০ জন। যাঁদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা মোট ২৬।

{link}

সংবাদমাধ্যম সূত্রের খবর, বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সেখানে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন আতাউল্লার পুত্রও। 

{link}

সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়ংকর বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে এটি আত্মঘাতী হামলা। তবে কোনও সন্ত্রাসী সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

{ads}

 

News Breaking News Pakistan Balochistan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article