header banner

Singapor : সিঙ্গাপুরে বাগযুদ্ধে জড়ালেন দুই সেনাকর্তা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাকিস্তানের চারদিনের উত্তেজনার পর অবশেষে সংঘর্ষবিরতি। কিন্তু অস্ত্রের ঝনঝনানি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এবার শুরু হয়েছে কথার যুদ্ধ। এবং ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার রেশ পৌঁছল সিঙ্গাপুরেও (Singapore)। সেখানেই বাগযুদ্ধে জড়ালেন দু’দেশের সেনাকর্তারা।

{link}

ভারতের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান সাফ জানিয়ে দিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ ভারতের সহ্যের সীমার লাল দাগটি টেনে দিয়েছে। এর থেকে পাকিস্তান আগামী দিনে শিক্ষা নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষকর্তা জেনারেল শাহিদ সমশাদ মির্জা কাশ্মীর সমস্যার কথা তুলে ধরে বলেছেন, এই সমস্যার দ্রুত সমাধান না-হলে আগামী দিনে মধ্যস্থতার সময়ও আর পাওয়া যাবে না। তার আগেই বড় অঘটন ঘটে যেতে পারে। সিঙ্গাপুরের সাংগ্রি-লা বৈঠকে যোগ দিতে গিয়েছেন বিভিন্ন দেশের সেনাকর্তারা।

{link}

দু’দেশের বাগযুদ্ধে ‘গুলি’ ছুটল ‘আঞ্চলিক সংকট ব্যবস্থাপনা প্রক্রিয়া’ শীর্ষক প্যানেল আলোচনায়। সেখানেই ভারতের সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষকর্তা জেনারেল শাহিদ সমশাদ মির্জা, উভয়ের ভাষণেই উঠে এসেছে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত এবং সেই সংক্রান্ত বিতর্ক। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দু’দেশের সামরিক কর্তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন একে অপরকে।

{ads}

News Breaking News Singapore সংবাদ

Last Updated :