header banner

Australia : মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দুটি গাড়ি, বাস, লারি এমনকি ভারতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর আছে। তাই বলে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ! সত্যিই বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনা সম্পর্কে প্রথম অবহিত করা হয়।

{link}

পুলিশ বলেছে, প্রাথমিক ধারণা উড্ডয়নের একটু পরই দুই হেলিকপ্টারের (helicopter) মধ্যে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে দুটি হেলিকপ্টারেই শুধু পাইলটরা (pilot) ছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে হেলিকপ্টারে কারা ছিলেন এবং তারা কতটা আহত হয়েছেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বৃহস্পতিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় (Western Australia) এ ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

{link}

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনাটি (accident)ঘটেছে ক্যামবালিনের মাউন্ট অ্যান্ডারসন স্টেশনের কাছে। এটি রাজ্যটির কিম্বার্লি অঞ্চলের একটি ছোট শহর। সেই শহরের আকাশেই এই দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি (Media ABC) জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স ২৯; আরেকজনের ৩০ বছর।

{ads}

News Breaking News Australia helicopter pilot Western Australia Police accident Mount Anderson Station Cambalin Media ABC সংবাদ

Last Updated :