header banner

U.S.A: ফুটবল ম্যাচের উদ্বোধনে মৃত্যু হয়েছে দুই যুবকের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এটাই হয়তো আমেরিকা! কারণে অকারণে সেখানে গুলি চলে। মিসিসিপিতে একটা ফুটবল ম্যাচের উদ্বোধন। আবেগ  পৌঁছালো চূড়ান্ত জায়গায়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গুলি চালিয়েছেন অন্তত দুজন। যার ফলে মৃত্যু হয়েছে উনিশ এবং পঁচিশ বছর বয়সি দুই যুবকের।

{link}

ঠিক কী ঘটেছিল? শনিবারের ঘটনা। মিসিসিপির হোমস কাউন্টির একটি স্কুল ফুটবল ম্যাচ জয় পায়। যার উদযাপনে স্থানীয় মাঠে জরো হন ২০০ থেকে ৩০০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ভিড়ের মধ্যেই গুলি চলে। এই নিয়ে কয়েক জনের মধ্যে বচসা হয়। আর তার পরেই গুলির শব্দ। গুলির শব্দ হতেই হুলস্থুলু শুরু হয়। দৌড়ে পালাতে শরু করে জনতা। পরে দেখা যায় বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। আরও আটজন গুরুতর আহত হন।

{link}

প্রশাসনের বক্তব্য, গুলি চলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাদক বা অন্য কিছু নিয়ে ঝামেলে হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

{ads}

news breaking news usa america news crime সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article