শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অন্তত অন্তর্জাতিক মহলে তেমনই একটি বার্তা প্রচারিত হয়েছে। নিজের শারীরিক অবস্থার কথা লুকোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ভুগছেন ডিমেনশিয়া তথা স্মৃতিভ্রংশের অসুখে। এমনটাই মনে করে মার্কিন জনতার বড় অংশ। সম্প্রতি একটি পোলের ফলাফল সামনে আসতেই এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে।
{link}
প্রসঙ্গত, গত বছর তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন সামনে এসেছিল। পরে তিনি সরে দাঁড়ান প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে। ৪৫ শতাংশ মোট ১৬৬০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ২৩ থেকে ২৬ মে। আর সেই ইউগভ/ ইকোনমিস্ট পোলে দেখা গিয়েছে, মার্কিন নাগরিক বিশ্বাস করেন ৭৮ বছরের ট্রাম্প তাঁর শারীরিক অবস্থা নিয়ে একেবারেই অথবা খুব বেশি পরিষ্কার ভাবে জানাচ্ছেন না।
{link}
তবে কিছু মানুষ অবশ্য মনে করছেন এমন দাবি সত্যি নয়। এদিকে গত এপ্রিলেই হোয়াইট হাউসের এক চিকিৎসক জানিয়েছিলেন, ট্রাম্পের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুই-ই চমৎকার অবস্থায় রয়েছে। তবে এতে খুব বেশি আশ্বস্ত হচ্ছেন না অনেকেই। তাঁদের দাবি, বাইডেনের ক্ষেত্রেও চিকিৎসকরা এমন দাবি করেছিলেন। কিন্তু অচিরেই পরিষ্কার হয়ে যায়, আসল সত্যিটা। ফলে ট্রাম্পও যে আসলে অসুস্থ, এটা বিশ্বাস করছেন তাঁরা।
{ads}