header banner

China : মার্কিন কৃষিতে চিনা ‘সন্ত্রাস’-এর ছায়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কৃষি ক্ষেত্রে চিন (China) এমন কিছু ভয়ঙ্কর ব্যাকটেরিয়া তৈরী করেছে, যা কৃষির ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। সম্প্রতি ফসল নষ্টকারী মারণ ছত্রাক আমেরিকায় পাচারের চেষ্টায় গ্রেপ্তার হয়েছে এক চিনা দম্পতি। এরই পরিপ্রেক্ষিতে এমনই দাবি বিজ্ঞানীদের। অভিযুক্তদের নাম ৩৩ বছর বয়সি ইউনকিং জিয়ান এবং ৩৪ বছর বয়সি জুনিয়ং লিউ। মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ছত্রাক পাঠান লিউ।

{link}

দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। যার অর্থ কোটি কোটি ডলারের ক্ষতি। বিচার বিভাগের তরফে এই ঘটনাকে ‘কৃষি সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, আমেরিকাকে সতর্ক থাকতে হবে। আমেরিকার চিন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং ফক্স নিউজকে এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন, ওই দম্পতির এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

{link}

এই ঘটনায় সতর্ক থাকতে হবে আমেরিকাকে। অন্যথায় বড়সড় বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। আসলে নোভেল করোনা ভাইরাস সার্স-কোভ-২-এর দাপটেই অতিমারী সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতির উল্লেখ করেই আমেরিকার প্রশাসনকে সতর্ক হতে বলছেন চ্যাং। তাঁর দাবি, কোভিডের চেয়েও খারাপ কোনও পরিস্থিতি আমেরিকায় হতেই পারে। চিনের এহেন ষড়যন্ত্র রুখতে তাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছেদ করার আর্জিও জানান তিনি।

{ads}

News Breaking News China US সংবাদ

Last Updated :