header banner

Operation Sindoor : মার্কিন স্বীকৃতি ভারতের পক্ষে বড় জয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এটা এক অর্থে ভারতের (India) বিরাট লাভ। অপারেশন সিঁদুরের পর বিশ্বের দোরগোড়ায় যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেছিলেন প্রতিনিধিরা, তার ফল মিলল হাতেনাতে। পহেলগাঁও জঙ্গি হামলার পিছনে যুক্ত পাক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা লস্কর-ই-তৈবার শাখা সংগঠন, তাকে বিদেশি জঙ্গি সংগঠনের অ্যাখ্যা দিল আমেরিকা (America)।

{link}

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিরা বেছে বেছে হত্যালীলা চালায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। নৃশংসভাবে হত্যা করে ২৬ জনকে। এই হামলার বদলা নিতেই অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।

{link}

এরপরে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য ও তার প্রয়োজনীয়তা নিয়েই বিশ্বের দোরগোড়ায় গিয়েছিল ভারতের প্রতিনিধি দল। সেই পদক্ষেপেরই সাফল্য আমেরিকার এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, “ডিপার্টমেন্ট অব স্টেটের তরফে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-কে বিদেশি জঙ্গি সংগঠন এবং আন্তর্জাতিক জঙ্গি হিসাবে চিহ্নিত করা হল।” পহেলগাঁও জঙ্গি হামলাকে ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতের নাগরিকদের উপরে হওয়া অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলা বলে বর্ণনা করা হয়েছে আমেরিকার তরফে।

{ads}

News Breaking News Operation Sindoor India America সংবাদ

Last Updated :