শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ওদের। কিন্তু, সেই পরিকল্পনা সফল হয়নি। যদিও, ঘটনাচক্রে বেশ কিছু প্রাণ গিয়েছে দিল্লির বিস্ফোরণ কান্ডে। সম্প্রতি একটি নয়া মোড় নিয়েছে লালকেল্লা কাণ্ড। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এখন নয়, আরও কিছুদিন পরে বড়সড় নাশকতার ছক ছিল হামলার মূল চক্রীদের। গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর-মুজাম্মিল-শাহীনদের। জেরায় স্বীকার করেছে মুজাম্মিল, খবর তদন্তকারীদের সূত্রে। জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে। রেইকি করতে এবং পরবর্তী সময়ে বিস্ফোরণ ঘটানোর জন্য ফরিদাবাদে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সেই বাড়িতে টন টন বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রেখে এলে সর্বাধিক ক্ষতি হবে, তা জানতে একাধিকবার রেইকি করে এসেছিল ধৃতরা।
{link}
দীপাবলিতেও একবার দিল্লিতে ভিড় ঠাসা এলাকায় বিস্ফোরণের ছক কষেছিল। কিন্তু সেইবার পরিকল্পনা ব্যর্থ হয়। এই সব তথ্য উঠে এসেছে মুজাম্মিলের মোবাইলের টাওয়ার লোকেশন থেকেই। ফরিদাবাদ মডিউল ধরা পড়তেই তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করে উমর। অসাবধানবশত গাড়িভর্তি বিস্ফোরক ফেটে সোমবার মৃত্যুমিছিল নামে লালকেল্লা চত্বরে। কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে জেরা করা হচ্ছে। উঠে এসেছে এক মৌলবিরও নাম। প্রাথমিক তদন্তে অনুমান, মেডিক্যাল পড়ুয়াদের মগজধোলাই করতেন এই মৌলবি। তদন্তে আরও জানা গিয়েছে, আরও বড় মাপের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল।
{ads}