header banner

শিল্পোন্নয়নে বিশেষ গুরুত্ব, বাজেটে পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান ঘোষনা অর্থমন্ত্রীর

article banner

নিজস্ব সংবাদদাতাঃ পেশ হল ২০২২ সালের বাজেট। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চতুর্থবারের জন্য সংসদে তার দেশের বাজেট পেশ করলেন। পূর্বের প্রত্যাশামতোই লোকসভায় দেশের আর্থিক বৃদ্ধির পথ সুগম করার কথা বলেন তিনি। এর পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারতের ক্ষেত্রেও। আগামী ৫ বছরে বিশেষভাবে দেওয়া হবে কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে। 

{link}

অর্থমন্ত্রী হিসেবে আজ সংসদে ২০২২ সালের বাজেট পেশ করেন নির্মলা। তিনি বলেন, “আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” তাঁর কথায়, “আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড়-সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।” এই কথা থেকেই স্পষ্ট যে আত্মনির্ভর ভারত-এর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, “দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে। পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার লক্ষ্যেই ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান। অতিমারীতে যাঁরা অসুবিধায় পড়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। ১০০ বছরে ভারত কীরকম হবে তাঁর রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

{link}

এর পাশাপাশি ৫জি এবং ডিজিটাল কারেন্সি আনার কথা ঘোষনা করা হয়েছে বাজেটে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও গুরুত্ব প্রদান করা হয়েছে। কৃষি-সহ বিভিন্ন ড্রোনের ব্যবহার বাড়িয়ে তোলার উদ্দেশ্যে স্টার্টআপ সংস্থাগুলিকে ‘ড্রোন শক্তি’ প্রকল্পের আওতায় উৎসাহ দেওয়া হবে ঘোষনা করা হয়েছে। মহামারী আবহে জরুরি ভিত্তিতে ঋণ দিয়ে প্রায় ১৩০ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থার পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ২০২৩ সালের মার্চ পর্যন্ত সেই সুবিধা চালু থাকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞের মতে করোনা পরিস্থিতির কারনে বেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক ব্যাবস্থা। তাই শিল্পায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে উন্নতি নিয়ে আসতে চাইছে সরকার। সেই কারনেই এই দুটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 
{ads}

Union Budget 2022 Nirmala Sitaraman Finance Minister Industry Jobs Economy India বাজেট ২০২২ ভারত অর্থমন্ত্রী

Last Updated :