শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আজ সোমবার সংসদে আলোচনা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'বন্দেমাতরম' সংগীত নিয়ে। সেই আলোচনা শুরু করেন স্বয়ং প্রধানমন্ত্রী। তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বললেন, “কংগ্রেস মুসলিম লিগের সামনে মাথা নত করেছিল।” বন্দে মাতরম প্রসঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও আক্রমণ করেছেন মোদি। তিনি বলেন, “বন্দে মাতরমের বিরোধী ছিলেন জিন্না। তাঁর সঙ্গে সহমত পোষণ করেছিলেন নেহরুও। নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকেও একটি চিঠি লিখে বলেছিলেন, বন্দে মাতরম মুসলিমদের প্ররোচিত করতে পারে।”
{link}
সংসদে মোদির ভাষণ শেষ হওয়ার পরেই জবাবি ভাষণে কংগ্রেস সাংসদ গৌরব গগই বলেন, “সংসদে কিছু বলতে এলেই প্রধানমন্ত্রী মোদি শুধু কংগ্রেস আর নেহরুকে নিশানা করেন। আমি তালিকা ধরে ধরে তা দেখিয়ে দিতে পারি। কিন্তু আপনাকে শুধু এটুকুই বলতে চাই, আপনি যতই চেষ্টা করুন, পণ্ডিত নেহরুজির ভাবমূর্তিতে আপনি কালো দাগ লাগাতে পারবেন না।” গৌরবের সংযোজন, “মুসলিম লিগ চেয়েছিল বন্দে মাতরম বাতিল হয়ে যাক। কিন্তু কংগ্রেস কি মুসলিম লিগের কথায় চলবে? মৌলানা আজাদ সেই সময় বলেছিলেন, বন্দে মাতরমে তাঁর আপত্তি নেই। এটাই ফারাক কংগ্রেস আর মুসলিম লিগের মধ্যে।”
{ads}