header banner

Israel Hamas war : আবারও যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরাইল হামাসের যুদ্ধ (Israel Hamas war) আবার শুরু হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেলো ট্রাম্পের (Donald Trump) মুখে। আবারও যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে? এদিন ট্রাম্প বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে সমস্ত পণবন্দিদের হামাস যদি মুক্তি না দেয়, তাহলে ইজরায়েল (Israel) ও হামাসের (Hamas) মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, তা লঙ্ঘন করা হবে।

{link}

একগুচ্ছ নির্বাহী নির্দেশনামায় স্বাক্ষর করার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সমস্ত পণবন্দিদের মুক্তি না দেওয়া হলে খারাপ পরিণতি হবে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে ইজরায়েল ও হামাস। চলছে বন্দি বিনিময় প্রক্রিয়া। এরই মাঝে ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির পক্ষে যাঁরা তারা অনেকটাই ক্ষুব্ধ ট্রাম্পের এই মন্তব্যে। পণবন্দিদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের।

{link}

তবে জীবিতদের অবিলম্বে মুক্তি না দেওয়া হলে ফের হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের। যদিও তাঁর এই হুঁশিয়ারি একেবারেই ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "আমি আমার কথা বলছি, ইজরায়েল (Israel) চাইলেই সমর্থন নাও করতে পারে।" ট্রাম্পের এই হুঁশিয়ারি অবশ্য হামাসের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই। বন্দি বিনিময়ের প্রক্রিয়া স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হামাস। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়!!

{ads}

News Breaking News Israel Hamas war Donald Trump Israel সংবাদ

Last Updated :