header banner

Donald Trump : পানামা, গ্রিনল্যান্ডের দখল নিয়ে তবে থামব আমরা - ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সহজেই বোঝা যাচ্ছে ট্রাম্পের (Donald Trump) মধ্যে লুকিয়ে থাকা সাম্রাজ্যবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তা নাহলে এতো সাহস কেউ দেখাতো না। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ‘যে কোনও উপায়ে হোক পানামা (Panama), গ্রিনল্যান্ডের (Greenland) দখল নিয়ে তবে থামব আমরা।’ ট্রাম্পের এহেন হুঁশিয়ারিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

{link}

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা ক্যানেলে চিনা আধিপত্য বাড়ছে বলে আগেই অভিযোগ করেছিলেন ট্রাম্প! হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশান্ত এবং অতলান্তিক মহাসাগরকে যুক্ত করা এই খাল পরিচালনায় চিনের খবরদারি বরদাস্ত করা হবে না। যদি পানামা প্রশাসন সঠিকভাবে এই খাল পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আমেরিকা সেটি ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে। তবে ট্রাম্পের সেই প্রস্তাব খারিজ করেছিল পানামা সরকার। কিন্তু থেমে নেই ট্রাম্প। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে কড়া সুরে ট্রাম্প বললেন, “আমাদের নিরাপত্তার খাতিরেই আমরা পানামা খাল পুনরুদ্ধার করব। এবং সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।”

{link}

একইসঙ্গে ট্রাম্প বলেন, “এই খাল মার্কিন প্রশাসন কানাডা সরকারকে মাত্র ১ ডলারে দিয়েছিল। তবে সেই চুক্তি লঙ্ঘন করা হয়েছে। আমরা ওই খাল চিনকে দিইনি। আমরা পানামাকে দিয়েছিলাম। তাই এই খাল আবার ফেরত নিতে চলেছি আমরা।” উল্লেখ্য, ১৯১৪ সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা ও আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে পরে ১৯৯৯ সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!

{ads}

News Breaking News Donald Trump Panama Greenland সংবাদ

Last Updated :