header banner

Wedding Viral: বিয়ে বাড়িতে রুটি নিয়ে তান্ডব! ভাইরাল ভয়ঙ্কর অবস্থার ভিডিও

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সাধারণভাবে বিয়ে বাড়িতে এমন অবস্থা হয় না। তবে কখনো কখনো তো হয়। হরিয়ানার এমনই একটি ঘটনা আজ আমাদের অফবিট নিউজ। বিয়ে বাড়িতে কে আগে নেবে তন্দুরি রুটি! আর তা নিয়ে একেবারে কাড়াকাড়ি। বিয়ের আসর মুহূর্তে বদলে গেল চরম বিশৃঙ্খলা-অশান্তিতে। এই পরিস্থিতিতে রাঁধুনির কর্মকাণ্ড একেবারে আশ্চর্য হওয়ার মতো। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিও সামনে আসতেই নেট দুনিয়ায় পড়ে গিয়েছে হৈচৈ। কেউ ছুঁড়ে দিচ্ছেন কটাক্ষ, আবার কেউ নিছক মজা নিতে ছাড়ছেন না। কিন্তু ঘটনা এমন কি ঘটেছে?

{link}

  ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা জেলায়। সেখানকার একটি বিয়ে বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, রাতের সঙ্গে খাবারের জায়গায় ক্রমশ ভিড় বাড়ছিল। যে জায়গাতে তন্দুরি রুটি তৈরি হচ্ছিল সেখানে অতিথিদের ভিড় ক্রমশ বাড়ছল। আর সেখানেই ঘটে যায় যত কাণ্ড! সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রুটি তৈরির জায়গা একেবারে ঘিরে নিয়ে ছিলেন বিয়ে বাড়িতে আসা অতিথিরা। গরম রুটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শেষ! একটা সময় রুটি নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। রাঁধুনিকে পর্যন্ত অতিথিদের কেউ কেউ ঘিরে ফেলেছিলেন বলে দাবি।

{ads}

Wedding Video Bengali News Wedding Season Tandoori Rooti Hariyana News Viral Videos Update Viral News সংবাদ বিনোদন বিয়ে ভাইরাল

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article