header banner

Pakistan-Afghanistan : বিশ্ব জুড়ে হচ্ছেটা কি?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান (Pakistan)। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় এই হামলা চালায় পাক বায়ুসেনা। ব্যাপক বোমাবর্ষণের জেরে ৫১ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও অনেকে। সেই হামলার প্রেক্ষিতে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, আফগানিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালান হয়েছে।

{link}

এবার আফগানিস্তানের পক্ষ থেকেই শুরু হলো পাল্টা আক্রমন। একদিকে রুশ-ইউক্রেন, অন্যদিকে সিরিয়া-ইসরাইল আর এবার পাকিস্তান-আফগানিস্তান (Pakistan-Afghanistan)!বিশ্ব জুড়ে হচ্ছেটা কি? প্রশ্ন বিশ্বের শান্তিপ্ৰিয় মানুষের। জানা যাচ্ছে, শনিবার বিকেল ৪টে নাগাদ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হামলা চালাল তালিবান (Taliban)। এই হামলায় পাকিস্তানের ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি সীমান্তে পাক সেনার দুটি সেনা চৌকি দখল করে নিয়েছে তালিবান যোদ্ধারা। আফগানিস্তানের এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই হামলার কথা স্বীকার করে নিয়েছে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক। বলা হয়েছে, ডুরান্ড লাইনে অবস্থিত পাকটিয়া ও খোস্ত এলাকায় এই হামলা চালানো হয়।

{link}

তালিবান যোদ্ধারা পাকিস্তানের সেনা চৌকিতে হামলা চালানোর পাশাপাশি তা জ্বালিয়ে দিয়েছে। তালিবানের হামলার মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। তালিবানের হামলার মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে এই হামলার জেরে পাক সেনার ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, তালিবানের হামলার জেরে পিছু হঠলেও অন্যত্র আফগান সীমান্তে জনবহুল এলাকা লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান। যার জেরে ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

{ads}

News Breaking News Pakistan Pakistan-Afghanistan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article