header banner

Bilawal Bhutto : ভারত যাই বলুক সিন্ধু নদ থাকবে পাকিস্তানেরই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও (Pahalgam Terror Attack)  কাণ্ডের পড়ে ভারত বাধ্য হয়ে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে। গভীর সংকটে পাকিস্তান। এই কড়া পদক্ষেপে পালটা হুমকি পাকিস্তানের (Pakistan)। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) দাবি করলেন, ভারত যাই বলুক সিন্ধু নদ থাকবে পাকিস্তানেরই।

{link}

শুক্রবার এক জনসভায় তিনি বলেন, ”সিন্ধু নদ আমাদের। আর আমাদেরই থাকবে। হয় এখান দিয়ে জল বইবে, নয়তো ওদের (ভারতীয়দের) রক্ত।” বলে রাখা ভালো, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জানিয়ে দিয়েছেন সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান সিন্ধু নদ থেকে একফোঁটা জলও যেন না পায় তা নিশ্চিত করবে ভারত। ভারতের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, চুক্তির উদ্দেশ্যকে নস্যাৎ করে দিয়ে জম্মু-কাশ্মীরে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান। সীমান্ত সন্ত্রাস ছড়াচ্ছে ইসলামাবাদ। সেকারণেই এই চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। ১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান।

{link}

কিন্তু দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল, সিন্দু জলচুক্তিতে সংশোধন করতে হবে। কারণ ভারতের নদীবাঁধ দেওয়া ইসলামাবাদের প্রবল আপত্তি। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গতবছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাদকে কড়া নোটিসও পাঠায় ভারত। এবার পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত চরম পদক্ষেপ করেছে ভারত। এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে তোপ দেগেছে পাকিস্তান। আর এবার এই ইস্যুতে এমনই হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর।

{ads}

News Breaking News Bilawal Bhutto Pahalgam Terror Attack সংবাদ

Last Updated :