শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে ভারী প্রাণী হল নীল তিমি (blue whale)। এর হৃদয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন সম্পর্কে জানলে চমকে যাবেন। বলা যায়, নীল তিমির হৃদয় পৃথিবীর সবথেকে বড় হৃদয়।
{link}
দেখা গিয়েছে, নীল তিমির হৃদয় একটি ভক্সওয়াগন বিটলস (Volkswagen Beetle) গাড়ির সমান, অর্থাৎ ১৪ ফুট লম্বা, ৬ ফুট চওড়া এবং ৫ ফুট উঁচু। একটি নীল তিমির হৃদপিণ্ড টরন্টো, কানাডার রয়্যাল অন্টারিও জাদুঘরে সংরক্ষিত আছে। হৃদপিণ্ডটি ৫ ফুট লম্বা, ৪ ফুট চওড়া এবং ৫ ফুট উঁচু। এর ওজন প্রায় ১৯০ কেজি। অর্থাৎ, যদি ৪-৫ জন মানুষ একসঙ্গে দাঁড়ায়, তাহলে তাদের মোট মাপ নীল তিমির হৃদপিণ্ডের সমান।
{link}
তিমির ওজন সাধারণত ৪০,০০০ পাউন্ড ধরা হয়। যদি হৃদয়ের ওজন হয় ৪০০ পাউন্ড, তাহলে হৃদয়টির ওজন তার মোট ওজনের ১ শতাংশ হয়। বর্তমানে আফ্রিকান হাতিকে স্থলভাগে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী হিসেবে ধরা হয়, যার গোলাকার হৃদয়ের ওজন ৩০ পাউন্ড, অর্থাৎ প্রায় ১৩.৬ কেজি। অর্থাৎ, একটি তিমির হৃদয় একটি হাতির হৃদয়ের তুলনায় ১৪ গুণ বেশি ভারী।
{ads}