header banner

US : কে হবেন পরবর্তী আমেরিকান প্রেসিডেন্ট ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কে হবেন পরবর্তী আমেরিকান প্রেসিডেন্ট (American president)? থাইল্যান্ডের (Thailand) সকলের প্ৰিয় এক জলহস্তি (hippopotamus) ভবিষ্যদ্বাণী করল। ঠিক মানুষ নয়, কিন্তু তার ভবিষ্যৎবাণীর উপর আস্থা রাখেন থাইল্যান্ডের মানুষ। ওয়াশিংটনে সাদা বাড়ির লড়াইয়ে কে জিতবে?

{link}

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) না ডেমোক্র্যাট কমলা হ্যারিস (Kamala Harris)… সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। যদিও ভোটপর্ব মেটার আগেই ভবিষ্যদ্বাণী করল গণৎকারজল হস্তি। সে হলো সকলের আদরের মু ডেং। ছোট্ট ডেংয়ের জলতেষ্টা পেয়েছিল। তখনই দুটি সাজানো গোছানো পাত্রে তাঁকে তরমুজ খেতে দেওয়া হয়েছিল।

{link}

দুটি পাত্রের একটিতে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্প, অন্যটিতে কমলা হ্যারিস। লাখ টাকার প্রশ্ন হল, কোন পাত্র বেছে নেয় ডেং? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রিপাবলিকান ট্রাম্পকেই পছন্দ হয়েছে জলহস্তি মু ডেংয়ের। তারপর? ওরা সকলেই ধরে নিয়েছে নির্ভুল হবে এই গণনা। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়!

{ads}

News Breaking News International News Thailand Donald Trump US সংবাদ

Last Updated :