header banner

Muhammad Yunus : ইউনূসসের এই মতপরিবর্তন কেন?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'কয়েক মাস আগেই সেভেন সিস্টার্স দখল নেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশের অনেক পাকিস্তানপন্থী নেতা। আর এখন ইউনূস (Muhammad Yunus) সেভেন সিস্টার্স বাণিজ্য করিডর মুক্ত করতে চাইছে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের বাণিজ্যপথ খোলার সওয়াল করে এক অনুষ্ঠানে মহম্মদ ইউনূস বলেন, “ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের (ভারতের) মাল আনা-নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি-রফতানি করবে।

{link}

তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে। তাদের ব্যবসা, আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে।”কিন্তু কেন ইউনূসসের অবস্থার এই পরিবর্তন? রাজনৈতিক বিশ্লেষকেরা মনেবকরেন, ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পড়ে ইউনূস বুঝতে পারছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের (Bangladesh) বর্তমান অবস্থা ভালো জায়গায় নেই। তাই এই উদ্যোগ। হঠাৎ করেই ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্য করতে উঠে পড়ে লেগেছেইউনূস সরকার। আমরা জানি, বাংলাদেশের ভিতর দিয়ে উত্তরপূর্বের রাজ্যগুলিতে সরাসরি যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিলেন শেখ হাসিনা।

{link}

গত বছরের অগস্ট মাসে গণআন্দোলনের মুখে পড়ে যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়েন, তারপরই তীব্র ভারত বিরোধিতা তৈরি হয় বাংলাদেশে। বাণিজ্য থেকে সীমান্ত-সব কিছুতেই বাধা হয়ে দাঁড়ায়। প্রায় বন্ধ হয়ে যায় ভিসা। বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ে। এসবের মধ্যেই ইউনূসের বাংলাদেশের মাটি ব্যবহার করে বাণিজ্যের আহ্বানে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বর্তমানে পরিস্থিতি কেমন। তিনি বলেছেন, এর ফলে যেমন বাংলাদেশের বাণিজ্যর প্রসার ঘটবে তেমনই ভারতও তাদের করিডর ব্যবহার করে ব্যবসা করতে পারবে।

{ads}

News Breaking News Bangladesh Muhammad Yunus সংবাদ

Last Updated :