header banner

Bihar Exit Poll: তেজস্বীর জয় নাকি নীতিশের প্রত্যাবর্তন? বিহারের এক্সিট পোলে কিসের ইঙ্গিত

article banner

এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে বিহারের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই, বিহারে ভোটপর্ব নিয়ে দেশের রাজনীতি তোলপাড়। কড়া লড়াইয়ে মুখোমুখি এনডিএ এবং মহাজোট। একইসঙ্গে লড়াইয়ের ময়দানে উপস্থিত রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও। কে বিহারে নির্বাচন জিতে সরকার গড়তে চলেছে সেই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। কী বলছে এক্সিট পোলের সমীক্ষা? লড়াইয়ে কাদের পাল্লা ভারি? কারাই বা ক্ষমতা গড়ার দৌড়ে এগিয়ে রয়েছেন? দেখে নিন-  


একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই বিহারের বিধানসভা নির্বাচনের বেশ কিছু এক্সিট পোলের সমীক্ষার ফলাফল প্রকাশ্যে উঠে এসেছে। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোলের তথ্য অনুসারে, বিহারে এনডিএ –র পক্ষেই জয়ের পাল্লা ভারি। এনডিএর ১৩০ থেকে ১৩৫ টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে। অপরদিকে মহাজোটের দখলে যেতে পারে ১০০ থেকে ১০৮ টি আসন। একইসঙ্গে তাদের মতে, অন্যান্যদের দখলে ৩ থেকে ৫ টি আসন যাওয়ার সম্ভাবনা বর্তমান। 

{link}
জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ভাস্করের এক্সিট পোলের তথ্য অনুসারে, এনডির জিততে পারে ১৪৫ থেকে ১৬০ টির কাছাকাছি আসন। মহাজোটের ৭৩ থেকে ৯১ টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, দেশের রাজনৈতিক মানচিত্র জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির খাতা খোলা নিয়েই সংশয় রয়েছে বলে জানিয়েছে এই সমীক্ষা। তাদের দখলে সর্বাধিক ৩ টির কাছাকাছি আসন যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যান্যদের দখলে ৩ থেকে ৫ টি আসন যেতে পারে।  


তবে, এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া দরকার যে, এক্সিট পোল কখনই নির্বাচনের সঠিক ফলাফল নয়। এটি একটি একটি অনুমান মাত্র যা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে করা হয়ে থাক। বেশ কিছু ক্ষেত্রে এক্সিট পোলের সমীক্ষা সম্পূর্ণভাবে মিলে যেতে দেখা গিয়েছে। অপরদিকে, কিছু ক্ষেত্রে নির্বাচনের ফলাফল হয়েছে সম্পূর্ণ বিপরীত। বিহারে শেষ দুইবার হওয়া নির্বাচনের ফল, এক্সিট পোলের সঙ্গে মেলেনি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই বারও সেই বিষয়টির ক্ষেত্রে ব্যতিক্রম না দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। 
{ads}

Bihar Election Bihar Election News Bihar Exit Poll Update Bihar Assembly Election Exit Poll Nitish Kumar Tejashwi Yadav বিহার বিহার নির্বাচন বিহার এক্সিট পোল খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article