শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রায় তিন বছর পূর্ণ হতে চললো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Russia Ukraine war)। এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের একটা আশা দেখা গেলেও দুপক্ষ একের পর এক শর্ত চাপিয়ে চলেছে। রাশিয়ার কার্স্কে ঢুকে ব্যাপক আক্রমণ শানাচ্ছে ইউক্রেনীয় সেনা। কিন্তু এবার খবর, যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্ট হয়ে ওঠা কার্স্ক রাশিয়াকে ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার জন্য বেশ কিছু শর্ত রেখেছেন তিনি।
{link}
আর কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। যুদ্ধের ‘নীল নকশা’ নিয়ে আলোচনা করবেন তিনি। তার আগেই মঙ্গলবার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট। কার্স্ক নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে বা রাশিয়ার থেকে অন্য কোন অঞ্চল চান তা জানতে চাইলে জেলেনস্কি বলেন, “আমি জানি না, আমরা দেখব। আমাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ। তাই কোনও অগ্রাধিকার নেই। আমরা রাশিয়াকে কার্স্ক দিয়ে দিতে পারি। কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আমাদের যে জায়গাগুলো রাশিয়া দখল করে রেখেছে সেগুলো ছেড়ে দিতে হবে পুতিনকে।"
{link}
আপাত দৃষ্টিতে এই শর্তে রাজি হওয়া উচিত রাশিয়ার। কিন্তু রাশিয়া অত সহজে রাজি হবে বলে মনে হয় না। এই মুহূর্তে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সাহায্যে ইউক্রেন কিছুটা এগিয়ে আছে বলা যায়। গত বছরের আগস্ট মাসে হঠাৎই রাশিয়ার কার্স্ক অঞ্চলে ঢুকে পড়ে হাজার হাজার ইউক্রেনীয় সেনা। তাঁদের সঙ্গে লড়াই করতে রীতিমত বেগ পেতে হয় রুশ ফৌজকে। তাই ‘বন্ধু’ মস্কোর সাহায্যে এগিয়ে আসেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। প্রায় ১২ হাজার সেনা পাঠান তিনি। কিন্তু জেলেনস্কির সেনার মারে তারাও ধরাশয়ী হয়ে পড়েছে কার্স্কে। এই পরিস্থিতিতে নিজেদের ভূখণ্ড ফিরে পেতে কি জেলেনস্কির শর্ত মেনে নেবেন পুতিন? এখন সবটাই নির্ভর করছে পুতিনের উপর।
{ads}