শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সুনিতারা (Sunita Williams) ২৮৬ দিন পড়ে পৃথিবীর মাটিতে পা রেখেছেন। প্রশ্ন উঠেছে যে থাকার কথা ছিল ৯ দিন। থাকতে হয়েছে ২৮৬ দিন। তাহলে কি সেই ৯ দিনের হিসাবেই টাকা পাবেন? কোনো অতিরিক্ত টাকা পাবেন না? এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প (Donald Trump)।
{link}
তাঁর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সুনিতারা সত্যিই অতিরিক্ত অর্থ পাবেন কিনা। জবাবে ট্রাম্পকে বলতে শোনা যায়, ”কেউ আমাকে এই নিয়ে কিছু বলেননি। তবে যদি এটা দিতে হয়, আমি আমার পকেট থেকে দেব।” আসলে মহাকাশে থাকার জন্য অতিরিক্ত অর্থ পাওয়ার কথা নয় সুনীতাদের। কেননা নাসার নভোচররা আমেরিকার কেন্দ্রীয় সরকারের কর্মী। তাঁদের নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। আমেরিকায় গ্রেড-১৫ অর্থাৎ সর্বোচ্চ বেতনভুক্ত সরকারি কর্মীদের গড় বেতন বছরে প্রায় ১ কোটি থেকে ১.৫ কোটি।
{link}
সুনীতা উইলিয়ামসরাও বছরে ৮১ লক্ষ থেকে ১.০৫ কোটি টাকা বেতন পান। তবুও নাসার তরফে মহাকাশে থাকাকালীন ওই নভোচরদের পরিবহণ এবং থাকাখাওয়ার খরচ বহন করা হয়। সেই সঙ্গে দেওয়া হয় অতিরিক্ত ভাতা দৈনিক ৫ ডলার। ভারতীয় মুদ্রায় ৪৩০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁরা অতিরিক্ত ১ লক্ষ ২২ হাজার ৯৮০.৫০ টাকা পাবেন। যদিও ট্রাম্প এটা শুনে খুব একটা খুশি হননি। তিনি বলেছেন, ”এত কম? ওঁদের যা সহ্য করতে হয়েছে তার তুলনায় এটা খুব বেশি কিছু নয়।”
{ads}