header banner

India news: ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি একই থাকবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ভারতের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমেরিকার সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক কি আগের মতো থাকবে? ভোট প্রচারে নেমে দুজন প্রার্থী নিজেদের মতো করে তাঁদের পরিকল্পনার কথা বলেছেন। 

{link}

ডেমোক্র্যাট কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্যনীতি, বিদেশনীতি, স্বাস্থ্য পরিষেবা, মানবাধিকার, গর্ভপাতের মতো ইস্যু-সহ নারীদের অধিকার এবং পরিবেশ রক্ষার তার অঙ্গীকারের বিষয়ে জোর দিয়েছেন অন্যদিকে, অভিবাসন ইস্যু, স্বাস্থ্য পরিষেবা, ‘মুদ্রাস্ফীতির ইতি টেনে যুক্তরাষ্ট্রকে অ্যাফোর্ডেবল বানানো’সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মি. ট্রাম্প। কিন্তু বৈদেশিক সম্পর্কের প্রশ্নটা ততটা সামনে আসে নি।অগাস্ট মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যিনিই নির্বাচিত হন না কেন, ভারত তার সঙ্গে কাজ করতে সক্ষম হবে।'ইন্ডিয়াসপোরা ইমপ্যাক্ট রিপোর্ট’ প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমেরিকান সিস্টেম শীঘ্রই তার রায় জানাবে ...আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে কাজ করতে সক্ষম হব, তিনি যেই হোন না কেন।”

{link}

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার সময় একাধিক বিষয়ে ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব দেখা গিয়েছে। ব্যক্তিগত স্তরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো। এখন দেখার ভবিষ্যৎ কোন কথা বলে।

{ads}

news breaking news USA president India PM politics vote politician সংবাদ

Last Updated :