header banner

Bangladesh : নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট দেখে চমকে উঠবেন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এটাই ট্রাডিশন যে রাজনীতির ময়দানে নামার পরে ব্যাংক একাউন্ট ও সম্পত্তির পরিমান বাড়তেই থাকে। কিন্তু সবার ক্ষেত্রে কি তা হয়? সব সময় হয় না।যেমন হয় নি বাংলাদেশের (Bangladesh) ছাত্র নেতা নাহিদের। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের (University of Dhaka) পডুয়া। তারপর হলেন হাসিনা (Sheikh Hasina)-বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন, হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম (Nahid Islam)।

{link}

সেই আন্দোলনে রেশ থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ। তবে মাস কয়েকের মধ্যেই ‘বিপ্লব সাফল্যে’ ভরা জীবন ছেড়ে এখন কাদা-মাটির রাজনীতিতে বাংলাদেশের ছাত্র-নেতা নাহিদ ইসলাম। সেই সূত্র ধরেই পদ্মা পাড়ের দেশে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল। নাম জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠন হয়েছে এই নতুন দল। সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই শুক্রবার আত্মপ্রকাশ হল দলের। আহ্বায়ক পদ গেল ইউনূস সরকারের (Yunus ministry) প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। 

{link}

তার পরেই নিজের সততার ইমেজ তুলে ধরতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সামনে আনলেন তিনি। তিনি লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পাই। তারপর ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলি। আপাতত সেই অ্যাকাউন্টেই ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে তুলে ধরলাম।’ এরপরই তিনি লিখলেন, ‘উপদেষ্টা হিসাবে দায়িত্বগ্রহণের পর কোনও আলাদা জমি-বাড়ি করিনি। সেই সময়কালে আমার ব্যাঙ্কে জমা পড়ে মোট ১০ লক্ষ ৬ হাজার ৮৮৬ টাকা। যার মধ্যে ৯ লক্ষ ৯৬ হাজার ১৮৮ টাকা তুলে ফেলেছি।’

{ads}

News Breaking News Bangladesh Nahid Islam সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article