header banner

Off-Beat Story: নেশা করে ভাতের হাঁড়ির উপরেই ঘুম! যুবকের কান্ড থেকে অবাক নেটপাড়া

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মাতালের কান্ড নিয়ে অনেক ঘটনা আছে। অনেক রসিকতাও আছে। তাই বলে 'ভাত' হয়ে গেলো তার ঘুমানোর জায়গা! ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। ক্লান্তকর দিনের শেষে রাতের খাবার খেতে ক্যান্টিনে গিয়েছিলেন এক পড়ুয়া। পরিকল্পনা ছিল খাবার খেয়ে রুমে যাবেন। তারপর ঘুম। কিন্তু ক্যান্টিনে ঢুকতেই চক্ষু চড়কগাছ যুবকের! রান্না করা ভাতের বড় গামলার মধ্যে ঘুমাচ্ছেন এক ব্যক্তি। ভাতের গামলার উপর পা তুলে দিয়েছেন যুবক। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। তেলেঙ্গানার একটি পলিটেকনিক কলেজের ছাত্রাবাসের ঘটনা। জানা গিয়েছে, ওই কলেজে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ওই যুবক মদ্যপ অবস্থায় ক্যান্টিনে পড়ে ছিলেন। শুয়ে পড়েন রান্না করা ভাতের গামলার পাশেই।

{link} 

  ঘুমন্ত অবস্থায় ভাতের গামলার মধ্যে পা তুলে দেন তিনি। সেই অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে ছিলেন তিনি। ওই পড়ুয়া ক্যান্টিনে যেতেই  বিষয়টি সামনে আসে। পড়ুয়া ২৮ সেকেন্ডের একটি ভিডিও  করেছেন। তারপর সেটি দেখান হস্টেল কর্তৃপক্ষকে। তারপর ওই মদ্যপকর্মীকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ২৮ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই জেলাশাসক ওই কর্মীকে বরখাস্তের নির্দেশ দিয়েছে।

{ads}

Drink Viral Video Rice Drunk Man Videos Bengali News Telengana Polytechnic College সংবাদ মাতাল নেশা ভাইরাল ভিডিও

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article