শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) এই মুহূর্তে বেশ টাল-মাটাল অবস্থা। দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো নয়। ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমন চলেছে। এর মধ্যেই চলে আসলো নতুন বাংলা বছর - ১ বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেদেশের দেশবাসীর উদ্যেশ্যে দিয়েছেন শুভেচ্ছাবার্তা।
{link}
তিনি বলেন,'পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সকলের আনন্দের দিন।' একই সঙ্গে তিনি বক্তব্যে উল্লেখ করেন, এই নববর্ষ ‘নতুন বাংলাদেশে প্রথম নববর্ষ’। এই নববর্ষ থেকে একচি অঙ্গীকার নেওয়ার কথাও জানন ইউনুস। মহম্মদ ইউনুস তাঁর বক্তব্যে তুলে ধরেন বাংলা সন গণনার কথা। প্রসঙ্গত, মুঘল সম্রাট আকবরের আমলে এই সাল গণনা শুরু হয়। মহম্মদ ইউনুস তাঁর ভিডিয়ো বার্তায় বলেন,' বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজ এর সুবিধার জন্য। ফসলী সন হিসাবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসাবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলানববর্ষের অবিচ্ছেদ্য অংশ হালখাতা।'
{link}
তিনি আরও বলেন, 'বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আমাদের সকলকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ঐতিহ্য, যেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই, আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উৎসব মুখর পরিবেশে তুলে ধরতে, আর পৃথিবীর সামনেই তুলে ধরতে।' প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার ঘিরে নানান ঘটনা কিছু মাস আগেও একাধিক খবর উঠে আসতে থাকে। তারই মাঝে মহম্মদ ইউনুস (Muhammad Yunus) নববর্ষের শুভেচ্ছাবার্তায় বলেন,' পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ'।
{ads}