শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইউনুসের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিএনপি (BNP)। তাদের দাবি, অনেক দিন হয়েছে এবার দেশে নির্বাচিত সরকার চাই। কিন্তু এখনই ভোট করতে রাজি না ইউনুস (Muhammad Yunus)। এই নিয়েই বাংলাদেশে (Bangladesh) চলেছে অশান্তি। আন্তর্জাতিক মঞ্চ থেকে নিজের দেশের রাজনৈতিক দলকেই নাম না করে কটাক্ষ করলেন ইউনূস।
{link}
আর সেই কটাক্ষ যে বিএনপি-কে করেছেন, তা বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না। বর্তমানে জাপান সফরে রয়েছেন মহম্মদ ইউনূস। সেখানে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিএনপি-কে কটক্ষ করে ইউনূস বলেন যে একটি মাত্র দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। ইউনূসের কথায়, দেশে নির্বাচনের প্রয়োজন রয়েছে, তবে তা যেন সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হয়। ইউনূস বলেন, “আমরা জনগণকে বলছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।” বাংলাদেশে একাধিক রাজনীতিবিদই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বেরই নির্বাচন হবে না কেন? সেই প্রশ্নের জবাবে ইউনূস মন্তব্য করেন, “দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে।”
{link}
নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, “আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারি। তবে আমাদের যদি ভাল সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। রাজনীতির আঙিনায় পা রাখার কোনও আকাক্ষ্মা নেই বলেই জানান ইউনূস। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবেন বলেই জানান।
{ads}