শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতের পক্ষ থেকে আবারও সৌজন্য প্রকাশ করে চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশের (Bangladesh) প্রধান মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) । আর তার পরেই ইউনুস তার উত্তর দিলেন। গত ৪ জুন, ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi) লেখা চিঠি যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কাছে।
{link}
নরেন্দ্র মোদীর তরফে লেখা চিঠি ও তার উত্তরে লেখা মহম্মদ ইউনুসের লেখা চিঠি সদ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মহম্মদ ইউনুস সরকার। মোদীর তরফে লেখা চিঠির শুরুতেই রয়েছে,'ইদ মুবারক' (Eid Mubarak)। এরইসঙ্গে তিনি লেখেন, ' ভারত সরকার এবং জনগণ কর্তৃক আপনাকে এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।' চিঠিতে মোদী উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দেন, ‘ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের নিরবধি মূল্যবোধের’ প্রতিফলন তুলে ধরেন এবং ইউনুসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন।
{link}
এই চিঠির উত্তর ঢাকা থেকে আসে ৬ জুন। সেই বার্তায় মহম্মদ ইউনুস লেখেন,' ইদ-উল-আযহা হল প্রতিফলনের একটি সময়, যা সম্প্রদায়গুলিকে একত্রিত করে... এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত দেয়।' তাঁর চিঠিতে উঠে আসে দ্বিপাক্ষিত শ্রদ্ধা ও সহযোগিতার কথা। ইউনুস লেখেন,' আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনা, আমাদের জাতিগুলিকে আমাদের জনগণের কল্যাণের জন্য, একসাথে কাজ করার জন্য, পরিচালিত করবে।'
{ads}